ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার থেকে শুরু হচ্ছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, প্রস্তুত সমুদ্র শহর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কক্সবাজার প্রতিনিধি , ১৮ জুলাই
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (শনিবার, ১৯ জুলাই) কক্সবাজার থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ জেলার পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতেই কক্সবাজারে পৌঁছাবেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিন এক মতবিনিময় সভায় সাংবাদিকদের জানান,
“শনিবার সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত মাঠে জনসভায় পরিণত হবে।”

কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখপাত্র তাসনীম জারা, সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এস এম সুজাউদ্দিন জানান,
“পদযাত্রা সুষ্ঠুভাবে আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইতিমধ্যে সমন্বয় হয়েছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি।”

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন,
“সকল উপজেলা ইউনিট প্রস্তুত। পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী রূপ ধারণ করবে। কেন্দ্রীয় নেতারা রওনা দেওয়ার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাবিরতিতে জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।”

এ পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি উদ্যোগ বলে জানায় আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স