নিজস্ব প্রতিবেদক ● ঢাকা |
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ স্মারক অনুষ্ঠান আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রনেতা ও শিক্ষকরা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য দেওয়া আত্মত্যাগকে স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, বিশেষ বক্তা ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান।
ড. আব্দুর রব বলেন,
“এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একদিনে আসেনি। যারা জীবন দিয়েছে, যন্ত্রণার মুখোমুখি হয়েছে—তাদের স্মরণ করাটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের নৈতিক দায়।”
অধ্যাপক সেলিনা নার্গিস বলেন,
“এই আন্দোলন শুধু ইতিহাস নয়, এটি তরুণদের জন্য এক মূল্যবোধের পাঠ। ন্যায়, মানবাধিকার আর জবাবদিহিতার জন্য যে লড়াই হয়েছিল—তা আমাদের শিক্ষা দিক।”
ছাত্রনেতা ও অংশগ্রহণকারী যোদ্ধারা তাদের স্মৃতিচারণায় বলেন,
“২০২৫ সালের জুলাই ছিল আমাদের রাজনৈতিক জন্মের সময়। সেদিন যারা গুলি খেয়েছিল, গ্রেফতার হয়েছিল, যন্ত্রণা সয়েছিল—তারা ছিল গণতন্ত্রের নির্ভরযোগ্য অভিভাবক।”
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের নামে স্মারক ফলক উন্মোচন, ডকুমেন্টারি প্রদর্শনী, এবং জুলাই সংক্রান্ত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর আবেগ ও ভাবনার জন্ম দেয়।
জুলাই ৩৬ নিউজ