নিজস্ব প্রতিবেদক | রাঙামাটি |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন—
“আমরা বিভেদের রাজনীতি চাই না। ফ্যাসিবাদবিরোধী সব শক্তির মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে হবে। মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে; যেখানে কোনো বৈষম্য থাকবে না।”
আজ রোববার রাঙামাটিতে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’–র পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন—
“দীর্ঘদিন ধরে পাহাড়ে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়েই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। ঐক্য ছাড়া মুক্তি সম্ভব নয়।”
তিনি আরও বলেন,
“নতুন সংবিধান হবে সকল নাগরিকের অধিকার রক্ষার দলিল—কোনো দলের ক্ষমতা চিরস্থায়ী করার হাতিয়ার নয়।”
‘কথার জবাবে হামলা’ মানে ফ্যাসিবাদ—সারজিস আলম
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন—
“কথার সঙ্গে কথার লড়াই হোক—এটাই রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু কথার জবাবে হামলা, মঞ্চ ভাঙচুর কিংবা আগুন—এসব ফ্যাসিবাদের চিহ্ন।”
তিনি বলেন,
“প্রবীণরা যদি তরুণদের ছোট করে কথা বলেন, অবজ্ঞা করেন, তাহলে বোঝা যাবে তারা আর শেখানোর যোগ্য অবস্থানে নেই।”
এ বক্তব্যে সম্প্রতি বান্দরবান ইস্যুতে তাকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতও স্পষ্টভাবে উঠে এসেছে, যদিও সরাসরি কিছু বলেননি।
‘জুলাই পদযাত্রা’ রাঙামাটি পর্ব: শান্তিপূর্ণভাবে সম্পন্ন
রাঙামাটির শহর এলাকায় আজকের পদযাত্রা ও পথসভা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
পথসভায় আদিবাসী ও পার্বত্য ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।
জুলাই ৩৬ নিউজ