ঢাকা | বঙ্গাব্দ

“প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসর”—চট্টগ্রামে শহিদ পরিবারদের কাছে নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
সংগৃহীত, ছবির ক্যাপশন: সংগৃহীত,
ad728
জুলাই৩৬ নিউজ | নিজস্ব প্রতিবেদক 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন,

“প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। শহিদ পরিবাররা সম্মান পাওয়ার কথা থাকলেও, তারা অনেক জায়গায় বঞ্চিত হচ্ছেন।”

আজ সকালে চট্টগ্রামের স্টেশন রোড এলাকার একটি মোটেলে ‘জুলাই শহিদ পরিবার’-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 “শহিদরা কোনো দলের ছিলেন না, তারা ছিলেন বাংলাদেশের”—নাহিদ

সাক্ষাতে নাহিদ ইসলাম বলেন—
“আমরা শহিদ পরিবারের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি সেই জায়গা থেকে যে, আমরা অভ্যুত্থানে ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে ছিলেন।”

তিনি আরও বলেন,
“শহিদদের কোনো দল হয় না। তারা বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। শহিদ পরিবার মানেই একটি জাতীয় দায়িত্ব।”

 মাঠে পৌঁছায় না অনেক উদ্যোগ
সাবেক সরকারের সময় নিজে নানা পদক্ষেপ নিলেও প্রশাসনের প্রতিরোধ সম্পর্কে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন—
“আমি সরকারে থাকার সময় শহিদ পরিবারদের নিয়ে অনেক উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বাস্তবে তার অনেকটাই মাঠপর্যায়ে পৌঁছায়নি। কোথাও দেরি, কোথাও প্রতিবন্ধকতা। এটা অত্যন্ত দুঃখজনক।”

 “স্বৈরাচারী প্রশাসনের রেশ এখনো আছে”
নাহিদ ইসলাম বলেন,
“আমরা বারবার অভিযোগ পাচ্ছি—কোথাও কোথাও শহিদ পরিবারদের অবমূল্যায়ন করা হয়, সহযোগিতা করতে গড়িমসি করা হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে।”

তিনি জানান,
“তবে দলের পক্ষ থেকে ‘শহিদ কল্যাণ ও আহত সেল’-এর মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এরপর রাঙামাটির উদ্দেশে রওনা

সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে রাঙামাটির জুলাই পদযাত্রাতে অংশ নিতে যাত্রা করেন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স