ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান: লাখ টাকা জরিমানা ও ৭ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
সংগৃহীত, ছবির ক্যাপশন: সংগৃহীত,
ad728

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঢাকায় এবং গাজীপুরে চালানো মোবাইল কোর্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ও অননুমোদিত ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) পরিচালিত দুইটি অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি মামলা দায়ের করা হয়।

গাজীপুর টঙ্গীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযান:
টঙ্গীর দত্তপাড়া এলাকায় ৩০টি আবাসিক সংযোগে তল্লাশি।অবৈধ বুস্টার ব্যবহারকারীদের ২৫,০০০ টাকা জরিমানা।অনুমোদনবহির্ভূত অতিরিক্ত চুলা ব্যবহারে সংযোগ বিচ্ছিন্ন। মোট ২টি মামলা দায়ের।একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের আলামত মেলেনি।
ঢাকার খিলগাঁও এলাকায় সৈকত রায়হানের নেতৃত্বে মোবাইল কোর্ট:

  • নন্দীপাড়া এলাকায় ২টি স্পটে ব্যাপক অনিয়ম ধরা পড়ে
  • আদায় হয় ৮০,০০০ টাকা জরিমানা
  • দায়ের হয় ৫টি মামলা
  • অপসারণ করা হয় ৭০ ফুট অবৈধ পাইপলাইন।
  • উচ্ছেদ করা হয় ২০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ লাইন।
  • সংযোগ বিচ্ছিন্ন হয় ১০৩টি স্থাপনার (লোড: ২১৬৩ ঘনফুট)।
  • অতিরিক্ত চুলার কারণে ৩৫টি চুলা (৭৩৫ ঘনফুট লোড) বিচ্ছিন্ন।
  • বকেয়া পাওয়ায় আরও একটি সংযোগ বিচ্ছিন্ন

তিতাস এবং জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সুরক্ষা ও রাষ্ট্রীয় রাজস্ব রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

তারা বলেন, "অবৈধ সংযোগ কেবল গ্যাস অপচয় করে না, দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।"

🛑 বিশেষ বার্তা:
নাগরিকদের কাছে আহ্বান, কেউ যদি গোপনে অবৈধ গ্যাস সংযোগ বা অননুমোদিত ব্যবহার সম্পর্কে জানেন, তবে নির্ভয়ে স্থানীয় তিতাস অফিস বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স