ঢাকা, ২১ জুলাই ২০২৫ | জুলাই৩৬ নিউজ ডেস্ক
রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত ও অন্তত ১০০ জন শিক্ষার্থী-শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ২৬ জন গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ (সোমবার) দুপুরে দেয়া এক শোকবার্তায় ড. ইউনূস বলেন,
“রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
এই দুর্ঘটনায় বিমানসেনা ও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।”
“আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।”
বিমানটি উড্ডয়ন করে দুপুর ১টা ৬ মিনিটে, এবং উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের পাশে বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, যা ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি করে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের সিএমএইচ ও জাতীয় বার্ন ইউনিটে নেয়া হয়।
২ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। বিকট শব্দে কেঁপে উঠে পুরো ভবন। আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করে।
একজন অভিভাবক বলেন,
“আমার ছেলের ক্লাস চলছিল। হঠাৎ জানালার কাচ ভেঙে পড়ল, চারদিক ধোঁয়ায় ঢেকে গেল।”
জুলাই ৩৬ নিউজ