জুলাই৩৬ নিউজ | ঢাকা | ২২ জুলাই ২০২৫
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ইনস্টিটিউটে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।
উপদেষ্টা নুরজাহান বেগম আহত শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং স্বজনদের সাথে কথা বলেন। তিনি বলেন:
❝ সরকার দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে। আহতদের অনেকেই সংকটাপন্ন, তাদের জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করছি। ❞
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন ধরে যায়, হতাহতের ঘটনা ঘটে শতাধিক।
প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে, পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা এতে যুক্ত হয়। গুরুতর আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
🩺 হালনাগাদ তথ্য (২২ জুলাই, সকাল ৮টা):
✅ নিহত: ২৭ জন
✅ আহত: অন্তত ৭৮ জন (এরমধ্যে অনেকেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন)
জুলাই ৩৬ নিউজ