জুলাই৩৬ নিউজ | রংপুর, ২২ জুলাই
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেছেন, "ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না। চোরের মানসতা নয়, বরং মানুষের সম্মান, সম্পদ ও জীবনের পাহারাদার হবেন— এই মনোভাব নিয়ে রাজনীতিতে আসুন।"
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুরে দলীয় এক প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
🔸 রাজনীতির মানসিকতা নিয়ে কথা
শফিকুর রহমান বলেন, “যারা মানুষের পকেট কেটে, চাঁদাবাজি করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলবেন—তাদের বলছি, ভিক্ষা করুন, তাও ভালো। চাঁদাবাজি জঘন্য অপরাধ।”
তিনি আরও বলেন, “দেশ যেভাবে চলেছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ। ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ ছিল সেই ক্ষোভ থেকে উত্তরণের পথে একটি প্রচেষ্টা।”
🔹 ভবিষ্যৎ প্রতিশ্রুতি ও ঘোষণা
জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ চাঁদাবাজি করবে না, ঘুষ নেবে না। কেউ বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না, সরকারি প্লট নেবে না। সংগঠনের কেউ যদি সংসদ সদস্য হন বা মন্ত্রী হন, সেসব সুবিধা তারা গ্রহণ করবেন না।”
শফিকুর রহমান আরও বলেন, “এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন গ্রহণ করবো না, তখন কাউকে গ্রহণ করতেও দেব না। সংসদে গর্জন করব, রাজপথেও গর্জন করব।”
কবর জিয়ারতের আগে তিনি পাবনা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে ঢাকায় ১৯ জুলাইয়ের সমাবেশে নিহত রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন তিনি।
জুলাই ৩৬ নিউজ