ঢাকা | বঙ্গাব্দ

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান ছবির ক্যাপশন: কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান
ad728
জুলাই ৩৬ নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক ও দুটি দেশীয় ধারালো অস্ত্র। সোমবার দিবাগত রাতে (২২ জুলাই) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে জুম্মার পাড়ার একটি লবণের মাঠে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“সরকারি নির্দেশনার আলোকে উপকূলীয় অঞ্চলে মাদক, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, উপকূলীয় এলাকায় এ ধরনের তৎপরতা জঙ্গিবাদ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স