জুলাই৩৬ নিউজ | ঢাকা প্রতিনিধি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে আজ (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান।
পরিদর্শনকালে তিনি শুধুমাত্র আহত শিক্ষার্থীই নন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহত হওয়া সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবকদের চিকিৎসা ব্যবস্থাপনাও ঘুরে দেখেন।
বিমান বাহিনী প্রধান বলেন,
“আহতদের সুচিকিৎসায় সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ বিমান বাহিনীও পরিবারগুলোর পাশে থাকবে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”
তিনি জানান, তাঁর নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তায় নিয়োজিত আছেন। আহতদের দ্রুত সেবা নিশ্চিত করতে একটি জরুরি সমন্বয় সেলও চালু করা হয়েছে, যা রক্তদানসহ যেকোনো সহায়তা সরবরাহে কাজ করছে।
জুলাই ৩৬ নিউজ