জুলাই৩৬ নিউজ | সিলেট প্রতিনিধি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-০১ এ আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ফজলে এলাহি মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া
- আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামরুজ জামান ভূঁইয়া
- কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম
- রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম
- অর্থ ও হিসাব পরিচালক মোহাম্মদ কবির আহমেদ
- প্রক্টর মো. মাহবুবুর রহমান
- ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া
- পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদসহ
- বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামার-২০২৫ সেমিস্টারের সকল পরীক্ষা মঙ্গলবারের জন্য স্থগিত ঘোষণা করেছে।
জুলাই ৩৬ নিউজ