আজ সকালটা আর আগের মতো নয়...
"কাল থেকে আর কাউকে সকালবেলা ডেকে তুলতে হবে না—
'ওঠো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে'—এই ডাক আর শোনা যাবে না।
হোমওয়ার্ক না করার বায়না,
মিসকে দেখিয়ে টিফিন বক্স নিয়ে ছুটে যাওয়া,
অফিস যাওয়ার পথে বাবার গল্পে ভুলে স্কুলে যাওয়া,
মায়ের যত্নে গুছিয়ে দেওয়া টিফিন বক্স—সব আজ থেমে গেছে।
স্কুল শেষে বাড়ি ফেরা,
সেই চেনা পায়ের শব্দ,
বিকেল বেলা খেলার বায়না...
সবকিছু যেন আজ চিরতরে নীরব হয়ে গেছে।
আজ আর কোনো মা জানে না,
তার সন্তান কখন ফিরবে।
আজ কোনো ঘরে নেই চঞ্চলতা, নেই উচ্ছ্বাস।
শুধু নিস্তব্ধতা... নিঃশব্দ কান্না...
🕯️ ২১ জুলাই ২০২৫
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে—
আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসা।
আল্লাহ এই নিষ্পাপ আত্মাগুলোকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
শোকাহত পরিবারগুলোর ওপর সহমর্মিতা ও প্রার্থনা।
জুলাই ৩৬ নিউজ