জুলাইয়ের মধ্যে "জুলাই সনদ" না এলে ৩ আগস্ট কফিন মার্চের হুঁশিয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৩ জুলাই ২০২৫ | জুলাই৩৬ নিউজ রিপোর্ট
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিকে কেন্দ্র করে রাষ্ট্রের দায় স্বীকার এবং বিমান কেনার দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। আজ (বুধবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন,
“মাইলস্টোন স্কুলের শিশুদের হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিমান কেনার সময় যারা দুর্নীতি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,
“আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি অনুরোধ, হাসপাতালে শোডাউনের বদলে আর্থিক সহায়তা দিন।”
মরদেহ গুমের গুজব:
মরদেহ গুমের গুজব প্রসঙ্গে শরিফ ওসমান হাদী বলেন,
“সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুজব রটানো হচ্ছে। কেউ যদি সন্তানের মরদেহ না খুঁজে পান, ইনকিলাব মঞ্চের সঙ্গে যোগাযোগ করুন।”
"জুলাই সনদ" ও আল্টিমেটাম:
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাদের কাছে "জুলাই সনদ" ঘোষণার দাবি জানানো হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“৩১ জুলাইয়ের মধ্যে যদি সরকার ও উপদেষ্টারা জুলাই সনদ না দেন, তবে ৩ আগস্ট ঢাকায় কফিন মার্চ ও সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”
শরিফ ওসমান হাদী এটাও উল্লেখ করেন,
“এটি শুধু একটি শোক নয়, এটি রাষ্ট্রের বিবেক জাগানোর ডাক।”
জুলাই ৩৬ নিউজ