পুলিশ সদস্যরা গ্রেপ্তার করতে গেলে তাদের আইডি কার্ড ও নেমপ্লেট সঙ্গে থাকা বাধ্যতামূলক—এবং গ্রেপ্তার ব্যক্তির অনুরোধে তা প্রদর্শন করতে হবে। আজ (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন,
“উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুলিশ সদস্যদের পরিচয় গোপন রেখে কাউকে গ্রেপ্তার করার সুযোগ নেই। পরিচয় নিশ্চিত করার জন্য নেমপ্লেট ও আইডি কার্ড বাধ্যতামূলক থাকবে। কেউ যদি দেখতে চায়, তাহলে পুলিশ তা দেখাতে বাধ্য থাকবে।”
🔹 ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে
ড. আসিফ নজরুল আরও বলেন,
“গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এজেন্সি বা পুলিশ সদস্যকে আসামির পরিবার বা আইনজীবীকে বিষয়টি জানাতে হবে। এটি বাধ্যতামূলক।”
🔹 সন্দেহে গ্রেপ্তারের নিয়ম কঠোর করা হচ্ছে
আইন উপদেষ্টা জানান,
“সন্দেহজনিত কারণে কাউকে গ্রেপ্তার করলে, পুলিশকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে—তার সন্দেহের ভিত্তি কী এবং সেই প্রমাণ ঘটনাস্থলে পাওয়া গেছে কি না।”
এছাড়াও তিনি বলেন,
“যদি কেউ পালিয়ে যেতে পারে এমন অবস্থা হয়, সেক্ষেত্রেই তাৎক্ষণিক গ্রেপ্তার যুক্তিযুক্ত হবে।”
জুলাই ৩৬ নিউজ