ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা তিতাসে সড়কের পাশ থেকে উদ্ধার ১ অজ্ঞাত যুবকের লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
কুমিল্লা প্রতিনিধি ছবির ক্যাপশন: কুমিল্লা প্রতিনিধি
ad728

কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১২জুলাই) রোজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দরিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন।

তিনি আরো বলেন, নিহত অজ্ঞাত (৩৫) যুবকের গলায় জখম রয়েছে। পরনে ছিল জিন্স পেন্ট ও কালো রংয়ের গেঞ্জি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স