ঢাকা | বঙ্গাব্দ

ভালোবাসায় সিক্ত ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
নেত্রকোনায় ছবির ক্যাপশন: নেত্রকোনায়
ad728

নেত্রকোনায় নানা আয়োজনে ভালোবাসার কবি

তানভীর জাহান চৌধুরীর জন্মদিন পালন  করা হয়েছে,  
নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারে। 

শুক্রবার সন্ধ্যা ৭ টায় কবিকে ফুল দিয়ে
শুভেচ্ছা জানান আমন্ত্রিত কবি, সাহিত্যিক,  সাংবাদিকবৃন্দ,   পরে কেক কাটা, কবিতা পাঠ, আলোচনা সভা, , ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসব আয়োজনে  উপস্থিত ছিলেন  ,
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোনা  জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,  অধ্যাপক ননী গোপাল সরকার, শিকর উন্নয়ন কর্মসূচির সভাপতি রফিকুল
ইসলাম আপেল, বিশিষ্ট লোক গবেষক আলী আহম্মেদ খান আইয়ূব, কবি এনামুল হক পলাশ,  সাংবাদিক কামাল হোসাইন,  পল্লব চক্রবর্তী,  গল্পকার পূরবী
সম্মানিত সহ আরো অনেকেই, অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি পহেলি  দে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স