ঢাকা | বঙ্গাব্দ

কৃষককে মামলায় ফাঁসিয়ে নিজেই ফাঁসলেন ওসি আজিজ!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক |

সাধারণ এক কৃষককে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে এখন নিজেই ফাঁসার মুখে পড়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। ঘটনাটি ঘটেছে উত্তরের সীমান্তবর্তী নওগাঁর সাপাহার থানার

সূত্র জানায়, স্থানীয় এক কৃষকের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে পক্ষপাতিত্ব করে ওসি আজিজ নিজের প্রভাব খাটিয়ে ওই কৃষকের বিরুদ্ধে চুরি ও হামলার মিথ্যা মামলা দায়ের করেন। পরে কৃষকের পরিবার অভিযোগ নিয়ে উর্ধ্বতন প্রশাসনের দারস্থ হয়।

গোপন তদন্তে বেরিয়ে আসে, কৃষকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। এমনকি মামলার সময় দেওয়া কিছু ভিডিও ও সাক্ষ্য জাল প্রমাণিত হয়। এতে থানার ভেতরে তোলপাড় শুরু হয়।

জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওসি আজিজ ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করেছেন। বিষয়টি এখন তদন্তাধীন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

স্থানীয়ভাবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, যিনি আইন রক্ষা করবেন, তিনি যদি অন্যায়ভাবে নিরীহ মানুষকে হয়রানি করেন—তাহলে তারা কোথায় যাবেন?

অন্যদিকে ওসি আজিজুল হক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তবে তদন্তের অগ্রগতি ও আলামত বলছে ভিন্ন কথা।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স