নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসাথে তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে।
আজ (রোববার) সকালে আদালত এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন ডিসি হাসিবুরও
আদেশপ্রাপ্ত পলাতকদের মধ্যে রয়েছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) হাসিবুর রহমান, যিনি এ মামলায় অন্যতম অভিযুক্ত। আদালত নির্দেশ দিয়েছেন,
"৭ দিনের মধ্যে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আসামিদের আদালতে হাজির হতে বলা হবে।"
আটক ১২ জনের মধ্যে দুজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো।
সকালে দুই মামলায় আটক ১২ জনকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাফিউল হাসান রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিস্ট্রার (প্রক্টর অফিস) আনোয়ার পারভেজ, একই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী।
আদালত উভয়কে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছেন।
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা: দ্বিতীয় মামলার শুনানি, একই দিনে দ্বিতীয় মামলায় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আটক ৮ জনকে আদালতে তোলা হয়। আদালত এ মামলার পরবর্তী দিন ১৬ জুলাই ধার্য করেন।
এর আগে, গত ২ জুলাই, সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
প্রসিকিউশন জানায়,
"১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।"
মামলার প্রেক্ষাপট সংক্ষেপে:
আবু সাঈদ হত্যা মামলা: মোট আসামি ৩০ জন, পলাতক ২৪ জন।
পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।
আটক ১২ জনের মধ্যে ২ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ জন অভিযুক্ত।
পরবর্তী শুনানি: ১৬ জুলাই (আশুলিয়া মামলা), ২২ জুলাই (আবু সাঈদ হত্যা মামলা)।
জুলাই ৩৬ নিউজ