ঢাকা | বঙ্গাব্দ

মেসি ম্যাজিকে অপ্রতিরোধ্য ইন্টার মিয়ামি: টানা পাঁচ ম্যাচে জোড়া গোল ও নতুন রেকর্ডের হাতছানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ফ্লোরিডা, ১৩ জুলাই ২০২৫: মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসির অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত রয়েছে। ন্যাশভিলের বিরুদ্ধে শেষ ম্যাচে তার জোড়া গোলের সুবাদে ইন্টার মিয়ামি ২-১ গোলে জয়লাভ করেছে। এই জয়ে মেসি কেবল টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার অবিশ্বাস্য রেকর্ডই গড়েননি, একই সাথে সর্বোচ্চ ফ্রি-কিক গোলের কীর্তির দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছেন।
'মেসি ম্যাজিক' – এই শব্দটি ফুটবল বিশ্বজুড়ে বহু পুরনো এবং আজও পত্রিকার পাতা থেকে শুরু করে টিভির পর্দায় শিরোনামে তার স্থান ধরে রেখেছে। ৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যেন বারবার এই ধ্রুব সত্যকে নতুন করে মনে করিয়ে দিচ্ছেন।
ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মিয়ামির ২-১ গোলের জয়ে, দুটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম গোলটি ছিল তার ট্রেডমার্ক দুর্দান্ত ফ্রি-কিক থেকে, যা গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। দ্বিতীয় গোলটি আসে ন্যাশভিল গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে, যেখানে মেসি বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি। প্রথম গোল হজম করার পরেও, মিয়ামির জন্য জয় নিশ্চিত করতে তেমন বেগ পেতে হয়নি।

রেকর্ডের পর রেকর্ড: মেসির অবিশ্বাস্য পথচলা

এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে মেসি একসঙ্গে দুটি নতুন রেকর্ড গড়েছেন, যা এই বয়সেও তাকে আরও একবার নতুন করে চেনাচ্ছে। এটি প্রমাণ করে যে মেসি যতদিন সবুজ গালিচায় নামবেন, ততদিনই গোলের কারুকাজটা ভালোভাবে চালিয়ে যাবেন।
লিওনেল মেসির ক্যারিয়ারে জোড়া গোল বহুবারই এসেছে। তবে মেজর লিগ সকারে এই বয়সে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করাটা নিঃসন্দেহে অবিশ্বাস্য। এর আগের ম্যাচেই মেসি টানা জোড়া গোলের রেকর্ড গড়েছিলেন। মেজর লিগ সকারে টানা চার ম্যাচে জোড়া গোল করার রেকর্ড এর আগে অন্য কোনো ফুটবলারের ছিল না। এই ম্যাচে মেসি নিজেই নিজের সেই রেকর্ডকে আরও একধাপ উপরে তুলেছেন।
শুধু জোড়া গোলের রেকর্ডই নয়, স্বীকৃত ফুটবলে ৬৯টি ফ্রি-কিক গোল করে মেসি এই তালিকায় আরও একধাপ এগিয়ে গেলেন। আর মাত্র একটি গোল করলেই তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলবেন। এই রেকর্ডে সবাইকে ছাড়িয়ে যেতে হলে মেসিকে আরও ৯টি ফ্রি-কিক গোল করতে হবে, তাহলেই তিনি ফ্রি-কিকে সর্বোচ্চ গোলের মালিক জুনিনিওকে ছাড়িয়ে যাবেন।
মেজর লিগ সকারে টানা ৬ ম্যাচ জিতে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মিয়ামির অবস্থান এখন ৫ নম্বরে। ১৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৮। তিন নম্বরে থাকা ন্যাশভিল ইন্টার মিয়ামির থেকে ৩টি ম্যাচ বেশি খেলেছে এবং তাদের ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট রয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স