নোয়াখালী প্রতিনিধি |
নোয়াখালী, ১৩ জুলাই ২০২৫: নোয়াখালী জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ (রোববার) বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এখানকার নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক, অলিগলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। এর ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়।
বক্তারা অবিলম্বে শহরের খাল, নালা-নর্দমা ও জলাধার দখলমুক্ত করা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, নতুন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, পুকুর-খাল ও জলাশয় সংরক্ষণ, শহরের পরিকল্পিত নকশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
জুলাই ৩৬ নিউজ