রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে এক প্রাণবন্ত আয়োজনে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরএমপি কালচারাল ক্লাব। বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ক্লাবের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি ও সাংস্কৃতিক বিকাশে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা ও সৃজনশীলতা বিকশিত হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।”
উদ্বোধনের পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)
জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত
জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ফোর্স)
এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জুলাই ৩৬ নিউজ