ঢাকা | বঙ্গাব্দ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নাটকীয় জয় বাংলাদেশের, নেপালকে হারালো ৩-২ গোলে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্পোর্টস ডেস্ক,

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) উত্তাল ও নাটকীয় ম্যাচে নেপালের মেয়েদের ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। তবে আসল নাটক জমে ম্যাচের শেষদিকে। ৯৭তম মিনিটে দুর্দান্ত এক জয়সূচক গোল করে বাংলাদেশকে এনে দেন তৃষ্ণা রানী চাকমা।

বাংলাদেশের হয়ে বাকি দুই গোল করেন ফারিহা আক্তার এবং শারমিন আক্তার। নেপালও আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালের সন্ধান পায় মাত্র দুইবার।

গোটা ম্যাচজুড়ে দুই দলই দারুণ লড়াই করেছে। তবে অতিরিক্ত সময়ে তৃষ্ণার সেই গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয়ের ফলে টুর্নামেন্টে ভালো অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স