ঢাকা | বঙ্গাব্দ

যশোরে স্বর্ণের বারসহ ৩ জন আটক, ১.৩ কেজির বেশি স্বর্ণ উদ্ধার |

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মোঃ শাহীন হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

১৩ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বারসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে।

অভিযানটি পরিচালিত হয় বাঘারপাড়া থানাধীন ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর, ১৩ জুলাই ভোর ০৪:৩০ মিনিটে।

বিজিবি জানায়, আটককৃত তিনজনের শরীর তল্লাশি করে ১.৩১৫ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন, এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো প্যান্টের পকেট ও মানিব্যাগের মধ্যে বিশেষভাবে লুকানো ছিল।

 আটককৃত ব্যক্তিরা হলেন:

১. মোঃ আতা এলাহি জীবন (৩৫) — আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
২. মোঃ আবুল কালাম আজাদ (৪৬) — কাশিমপুর, গাজীপুর
৩. শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮) — শেরপুর, বগুড়া

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার তাতীবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের মধ্যে দুইজন যশোর-চৌগাছা এবং একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য:
স্বর্ণের বার (১১টি): ১,৯২,২৭,৯৩০ টাকা, মোবাইল ও পাওয়ার ব্যাংক: ৬৬,০০০ টাকা,মোট সিজার মূল্য: ১,৯২,৯৩,৯৩০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান:

“দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান তারই অংশ। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাঘারপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স