বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী
“পরিবেশের জন্য গাছ, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে পাবনার সাঁথিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ২০২৫।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে উপজেলার মটকা থেকে হলুদঘর সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান, উপজেলা বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও রিজু তামান্না বলেন—
“সবুজ প্রকৃতি বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগানো শুধু কর্মসূচি নয়, এটি আমাদের নাগরিক দায়িত্ব।”
দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং খাসজমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ এবং স্থানীয় জনসাধারণ একযোগে এতে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।
জুলাই ৩৬ নিউজ