ঢাকা | বঙ্গাব্দ

ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৫ জুলাই) দুর্গাপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন—

“সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ক্ষমতাসীন মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বিএনপি এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, এবং নেতাকর্মীরা রাজপথে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি,
আর সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার (প্রধান অতিথি)পৌর যুবদল


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স