ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা জেলার দেবিদ্বারে জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত ১ নারীর লাশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনিক কুমার দাস,কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গোরসার গ্রামে পরিচয় বিহীন এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।

(১৫ জুলাই)রোজ মঙ্গলবার সকাল ১১টা৩০ মিনিটের সময় সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি নির্জন জঙ্গল থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান জঙ্গলের পাশে বসবাসকারী এক ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান।পরবর্তীতে তিনি আশেপাশের লোকজনকে ডেকে আনেন এবং থানা পুলিশকে খবর দেন।

দেবিদ্দার থানার উপ- পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এই জঙ্গলে ফেলে রাখা হয়েছে।বয়স আনুমানিক ৪০ হবে।শরীরে এখনো তেমন পচন ধরেনি, তবে মুখমন্ডলে পোকা ধরায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন যে, মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন।বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে।তাদের উপস্থিতিতে প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে,দিনের বেলা জায়গাটি নির্জন থাকলেও রাতের বেলায় এখানে মাদক সেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়ে যায় এবং রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান বলে মনে হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলেও নিহত নারীর পরিচয় সনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স