খেলা প্রতিবেদক
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে দুশ্চিন্তায় টাইগার শিবির। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলনে অংশ নেননি দলের ইনফর্ম ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শামীম মাথাব্যথায় ভুগছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সিরিজ ১-১ সমতায় থাকায় বুধবার কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে উঠেছে। তার আগের দিন মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল, তবে সেখানে শামীমকে দেখা যায়নি। তার খেলা হবে কি না, তা নির্ভর করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর।
২৪ বছর বয়সী শামীম দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছিলেন দলের অন্যতম নায়ক। চাপের মুখে খেলেন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। তার ব্যাটেই বাংলাদেশ তোলে ১৭৭ রান, যা পরে এনে দেয় ৮৩ রানের বড় জয়।
শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও শামীম রেখেছেন বড় অবদান। পাওয়ার প্লেতে তার দুর্দান্ত এক থ্রোয়ে রান আউট হন কুশাল মেন্ডিস, যা শুরুর ধাক্কা হয়ে আসে শ্রীলঙ্কার জন্য। এছাড়া ওয়ানডে সিরিজেও বল হাতে ভূমিকা রেখেছেন তিনি।
শামীম হোসেনের বর্তমান ফর্ম ও ভূমিকা মাথায় রেখে বলা যায়, তার না থাকা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা। এখন অপেক্ষা, চূড়ান্ত একাদশে তার নাম থাকবে কি না—তা জানার জন্য ম্যাচের দিন পর্যন্ত।
জুলাই ৩৬ নিউজ