ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
অনলাইন ছবির ক্যাপশন: অনলাইন
ad728

বিশেষ প্রতিনিধি 

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি লজ্জাজনক রেকর্ড যোগ করল এক সময়ের পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবিয়ানরা।

অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ছিলেন ক্যারিবিয়ান ব্যাটারদের দুঃস্বপ্নের নাম। স্টার্ক মাত্র ১৫ বলেই ৫ উইকেট নিয়ে গড়েছেন দ্রুততম ফাইফার নেওয়ার রেকর্ড। অন্যদিকে বোল্যান্ড তুলে নিয়েছেন এক অসাধারণ হ্যাটট্রিক।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ যেন ধসে পড়েছে তাসের ঘরের মতো। দলের কোনও ব্যাটারই দ্বি-অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ২৭ রানেই গুটিয়ে যায় তারা।

এই স্কোরটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেও এটি সবচেয়ে কম দলীয় স্কোরগুলোর একটি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ওয়েস্ট ইন্ডিজ: ২৭ অলআউট
মিচেল স্টার্ক: ৫ উইকেট (১৫ বল)
স্কট বোল্যান্ড: ৩ উইকেট (হ্যাটট্রিকসহ)
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আধুনিক ক্রিকেটে এই ধরনের স্কোর একটি দলের প্রস্তুতির ঘাটতি ও মানসিক ভঙ্গুরতা প্রকাশ করে। দীর্ঘদিন ধরে ব্যাটিংয়ের দুর্বলতা ভোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে, যা এমন পারফরম্যান্সে আরও প্রকট হয়ে উঠেছে।

এমন দিনে আন্তর্জাতিক ক্রিকেটের মান ও প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নও উঠছে। কোথায় গেল সেই আগ্রাসী, দাপুটে ওয়েস্ট ইন্ডিজ? এটাই কি ক্যারিবিয়ান ক্রিকেটের নতুন বাস্তবতা?


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স