ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার-স্বপ্ন পূরুনে ইউএনও রুয়েল সাংমার সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার। ছবির ক্যাপশন: আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার।
ad728

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি) :

নেত্রকোনার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনিশ্চয়তা দেখা দেয়  আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহমুদুজ্জামান মাহিনের ৷ 

এই সংকটময় পরিস্থিতিতে মাহিন আশ্রয় নেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার।   সহায়তার জন্য আসলে ইউএনও রুয়েল সাংমা তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য করেন।

মো. মাহমুদুজ্জামান মাহিন বলেন
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি, ঢাকা বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন আমার,  কিস্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেক কষ্টের হয়ে পরেছে।।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার
মহোদয়ের এ আর্থিক সহায়তা আমার স্বপ্ন পূরণের অনেক বেশি কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন
নেত্রকোনার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. মাহমুদুজ্জামান মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনিশ্চয়তা দেখা দেয়। এই সংকটময় পরিস্থিতিতে মাহিন আশ্রয় নেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র ।  আমার কাছে  সহায়তার জন্য আসলে  তাৎক্ষণিকভাবে  আর্থিক সাহায্য করি।  


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স