নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর সহিংস তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন:“গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।”
তিনি আরও উল্লেখ করেন,“শান্তিপূর্ণভাবে একটি দল রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইলে সেটি বাধাগ্রস্ত করা যেমন অগণতান্ত্রিক, তেমনি হামলা চালিয়ে তা দমন করার চেষ্টা ভয়াবহ ফ্যাসিবাদের প্রকাশ। প্রশাসনের দায়িত্ব হওয়া উচিত ছিল নিরপেক্ষ থেকে জনগণের অধিকার রক্ষা করা, পক্ষান্তরে তারা বরং হামলাকারীদের সহায়তা করেছে বলে অভিযোগ উঠছে।”
ডা. শফিকুর রহমান বলেন,“গণতন্ত্র চর্চার জন্য রাজপথে প্রতিবাদ, মিছিল কিংবা সমাবেশ—সবই সংবিধান স্বীকৃত অধিকার। ভিন্নমত দমন করে একটি স্থায়ী সরকারব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজকে গণতন্ত্র, সহনশীলতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
১৬ জুলাই, বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে আগুন, আহত পুলিশ সদস্যসহ বহু সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়।
জুলাই ৩৬ নিউজ