যশোর, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা। বুধবার বিকেল ৫টার দিকে এ কর্মসূচি শুরু হয়, যেখানে তিন দফা দাবি পেশ করা হয়।
সমাবেশে বক্তব্যে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন,“গোপালগঞ্জ ও সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার, পুলিশের কাঠামোগত সংস্কার এবং গোপালগঞ্জের ডিসি-এসপির প্রত্যাহার – এই তিন দফা দাবি মানতেই হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করতে আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন,“জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। রাজপথেই এর জবাব দেওয়া হবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক নুরুজ্জামান, আল মামুন লিখন, বায়োজিত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাকিব হোসেন, মোহাম্মদ ইবনে সাহাদ, ওসমান গনি, সুলতানা খাতুন জান্নাত, ফারহিন আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ।
মালয়েশিয়া থেকে ডায়াসপোরা অ্যালায়েন্স- মালয়েশিয়ার সদস্য মোহাম্মদ আল আমীন এক বিবৃতিতে বলেন,“সহযোদ্ধাদের ওপর এই হামলা বিশ্বব্যাপী সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা প্রবাস থেকেও এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার।”
জুলাই ৩৬ নিউজ