ঢাকা | বঙ্গাব্দ

লঙ্কা জয়! শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

স্পোর্টস ডেস্ক

একদিকে স্পিনে আগুন, অন্যদিকে ব্যাট হাতে তাণ্ডব।
সবশেষে ইতিহাস—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় ছিনিয়ে আনলো লিটন দাসের বাংলাদেশ দল।

বুধবার রাতে ক্যান্ডিতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেট ও ২১ বল হাতে রেখে জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে টাইগাররা।

❖ শেখ মেহেদির স্পিন জাদু: ফেরার ম্যাচেই ৪ উইকেট
টস হেরে আগে ব্যাট করা লঙ্কানরা শুরুতেই চাপে পড়ে।
প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে কুশল মেন্ডিস ফিরে যান।
এরপর শ্রীলঙ্কার মিডল অর্ডার ধ্বংস করেন ফেরত আসা শেখ মেহেদি হাসান—যিনি তুলে নেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও সর্বোচ্চ রান করা পাথুম নিশাঙ্কার উইকেট।

মেহেদির চমকপ্রদ বোলিং ফিগার: ৪ ওভার, ১১ রান, ৪ উইকেট
শেষদিকে দাসুন শানাকার ঝড়ো ৩৫ রানে ভর করে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটে ১৩২ রান।

❖ তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিং, ইতিহাসের সহযাত্রী
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ।
ওপেনিংয়ে তানজিদ তামিম মাত্র ৩৮ বলে ৬২ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। তাকে যোগ্য সহায়তা দেন লিটন দাস ও নাজমুল শান্ত।

বাংলাদেশ জয় পায় ৮ উইকেট ও ২১ বল হাতে রেখে, যা বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের একটি।

❖ দুই যুগের অপেক্ষার অবসান
সব ফরম্যাট মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে এটি বাংলাদেশের ১৮তম সিরিজ জয়। সময়ের হিসেবে দুই যুগেরও বেশি সময় লেগেছে এই অর্জনে পৌঁছাতে।

আর টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়, যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের ক্রিকেট ইতিহাস হয়ে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স