অনলাইন নিউজ ডেস্ক |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা গোপালগঞ্জকে ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এনসিপির পদযাত্রা-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, “প্রিয় ফরিদপুরবাসী, প্রথমেই আপনাদের ধন্যবাদ। গতকাল আপনারা গোপালগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জে যাব—তবে এবার আর ফিরে আসার জন্য নয়, জনগণকে মুক্ত করে ফিরে আসব।”
তিনি বলেন, “আমরা দেখছি অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, বরং ধরা পড়ে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচার হচ্ছে না, প্রশাসনের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের উদ্দেশে বলছি—আমরা রাজপথে নেমেছি, বিচারের দাবি আদায় না করে ফিরে যাব না।”
"ফ্যাসিস্টরা আক্রমণ করলে আমরা প্রতিরোধ গড়ে তুলব"
নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন, “আমাদের আন্দোলনের পথ শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু যদি সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকেই তেড়ে আসে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পিছপা হব না। আমরা জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্র তুলে নিতে প্রস্তুত ছিলাম।”
তিনি আরও বলেন, “গতকাল জনগণ দেখেছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ ও ‘রিফাইন্ড মুজিববাদীদের’ আসল চেহারা। ৫ আগস্ট আমরা এই মুজিববাদী সন্ত্রাসীদের পরাস্ত করেছিলাম। এবারও সুযোগ দিচ্ছি—শান্তিপূর্ণভাবে, আইনানুগভাবে হামলাকারীদের গ্রেপ্তার করুন। না হলে এনসিপির মার্চ আবার গোপালগঞ্জমুখী হবে—এবার আর ফিরে আসা নয়, মুক্তির জন্য।”
৬৪ জেলায় পদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরে নাহিদ বলেন, “৬৪ জেলায় পদযাত্রা না করে ঘরে ফিরব না। ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ও ‘জুলাই সনদ’ ঘোষণা করব। পদযাত্রা চলছে, চলবে—যা কিছু হোক, এটি আর থামানো যাবে না।”
পথসভা সঞ্চালনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।
জুলাই ৩৬ নিউজ