নিউজ ডেস্ক |
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার সব দিক খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
"তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। কেন ঘটনা ঘটল, কীভাবে প্রাণহানি হলো, সহিংসতা কারা করেছে — সব দিকই খতিয়ে দেখা হবে।"
সাংবাদিকদের প্রশ্ন ছিল, এ ধরনের সহিংসতার পেছনে গোয়েন্দা তথ্যের ঘাটতি বা ব্যর্থতা ছিল কি না। জবাবে শফিকুল আলম বলেন,
"এই বিষয়টিও তদন্ত কমিটির আওতায় রয়েছে। সব দিকেই তারা নজর দেবে।"
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আজ 'মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫'–এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে জানান প্রেস সচিব।
তিনি বলেন,
"এখন থেকে অঙ্গ দানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে। ফলে দেশে কিডনি প্রতিস্থাপনসহ অন্যান্য অঙ্গ সংযোজন প্রক্রিয়া আরও সহজ হবে। অধ্যাদেশটি আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে।"
তিনি আরও জানান,
"মৃত্যুর পর মরদেহ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ ও সংরক্ষণ করা হবে, কাদের দেওয়া যাবে, কীভাবে প্রতিস্থাপন করা যাবে, এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অধ্যাদেশে।"
জুলাই ৩৬ নিউজ