খেলাধুলা ডেস্ক |
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে বড় সাফল্য পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই ঐতিহাসিক জয়ে তরুণদের কৃতিত্ব দিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল।
টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে এমন সাফল্যে উজ্জীবিত পুরো দল। অধিনায়ক লিটন দাস ও শেখ মাহাদীর দুর্দান্ত পারফরম্যান্সে বদলে যায় বাংলাদেশের দৃশ্যপট। দেশের বাইরে এটিই টাইগারদের পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়।
নাফিসের প্রত্যাশা, আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতা সিরিজ শেষে নাফিস ইকবাল বলেন,
‘প্রথম ম্যাচ হারার পর যেভাবে আমরা খেলেছি, আমার মনে হয় এটা ক্লিনিক্যাল ছিল, খুবই ভালো পারফরম্যান্স ছিল। আমরা এ দলকে সাপোর্ট করলে অনেক দূর যেতে পারবো।’
সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত ভেঙে জয় পেতে দলীয় ঐক্য ও টিম ম্যানেজমেন্টের অবদান তুলে ধরেন নাফিস। বলেন,
‘আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা খারাপ সময়ে যেভাবে সবকিছু সামলেছে, সেটা বুঝিয়ে দেয় আমরা সঠিক পথে আছি।’
লিটনের নেতৃত্বে নতুন আশা টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস নিজেই ছিলেন সামনে থেকে নেতৃত্বের প্রতীক। ধারাবাহিক ব্যাটিং, ঝলমলে ফিল্ডিং এবং ঠাণ্ডা মাথার সিদ্ধান্তে তিনি দলে আস্থা ফিরিয়েছেন।
আগামী লক্ষ্য পাকিস্তান সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতি
১ দিনেরও কম সময় হাতে রেখে এখন টাইগারদের নতুন চ্যালেঞ্জ পাকিস্তান সিরিজ। ধারাবাহিকতা ধরে রাখাই হবে সবচেয়ে বড় লক্ষ্য। একই সঙ্গে লিটনের অধিনায়কত্বে বিশ্বকাপের আগেই আরও কিছু সাফল্যের প্রত্যাশায় আশাবাদী বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
জুলাই ৩৬ নিউজ