ঢাকা | বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানকালীন ঘটনায় ১২ মামলার চার্জশিট, শেরপুরে তিনটি হত্যা মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জুলাই৩৬ নিউজ ডেস্ক 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ও গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১২টি মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি হত্যা মামলা এবং নয়টি অন্যান্য ফৌজদারি ধারার মামলা।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সংশ্লিষ্ট আদালতসমূহে এই চার্জশিটগুলো দাখিল করা হয়।নহত্যা মামলা তিনটি শেরপুর জেলার। চার্জশিটকৃত তিনটি হত্যা মামলাই শেরপুর জেলার। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণসহ চার্জশিট আদালতে দাখিল করে।

বাকি ৯টি মামলার মধ্যে বিভিন্ন জেলা ও সংস্থা সংশ্লিষ্ট

অন্যান্য নয়টি মামলার মধ্যে রয়েছে—
ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়ের করা ১টি মামলা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়ের করা ১টি মামলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি মামলা, সিরাজগঞ্জ জেলার ২টি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (PBI) তদন্তাধীন ২টি মামলা আইনানুগ প্রক্রিয়া অব্যাহত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। আদালতপূর্ব তদন্তে বেশকিছু মামলায় জড়িতদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ, মোবাইল কললিস্ট ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স