ঢাকা | বঙ্গাব্দ

বাউফলে মাদ্রাসার মাঠে ধানের বীজ, খেলাধুলা বন্ধ শিক্ষার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে ছবির ক্যাপশন: নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে
ad728

পটুয়াখালী প্রতিনিধি | 

পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে বোরো ধানের বীজ বপনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী মৌলভী জাকির হোসেন মাদ্রাসার মাঠে গত সপ্তাহে নিজ উদ্যোগে ধানের বীজ বপন করেন। বীজ থেকে চারা উৎপাদন হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। অথচ এই মাঠটি ওই এলাকার একমাত্র খেলার জায়গা, যা ছাত্রছাত্রী ও স্থানীয় কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে।

এক অভিভাবক বলেন, “এই মাঠে খেলাধুলা করেই আমাদের সন্তানদের শারীরিক-মানসিক বিকাশ হতো। এখন সেটিও বন্ধ হয়ে গেল।”

উপজেলা শিক্ষা অফিস জানায়, খেলাধুলা শিক্ষার অপরিহার্য অংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ উন্মুক্ত ও খেলার উপযোগী রাখতে হবে।

অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন বলেন, “আমি পূর্ব নওমালার বাসিন্দা। বৃষ্টির কারণে সেখানে বীজ নষ্ট হতো বলে এখানে বপন করেছি। শিক্ষার্থীদের সমস্যা হলে তুলে ফেলবো।”

তবে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু জানান, “বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। তবে সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী বলেন, “এ ধরনের ঘটনা বিধিসম্মত নয়। বিষয়টি আজই জেনেছি। দ্রুত মাদ্রাসা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স