ঢাকা | বঙ্গাব্দ

"বহিঃশক্তির ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐকমত্য জরুরি" — জোনায়েদ সাকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি। ছবির ক্যাপশন: গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি।
ad728
নারায়ণগঞ্জ প্রতিনিধি, 
"বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের উসকে দিয়ে এই রাষ্ট্রে ষড়যন্ত্র করে যাচ্ছে—এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে"—বলেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে "জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা: রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে" আয়োজিত সমাবেশ ও শহিদী মার্চে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন,
“অভ্যুত্থানের পরেও আমরা দেখছি, ক্ষমতা ব্যবহার করে একশ্রেণির গোষ্ঠী ধনসম্পদ দখল করছে। জুলাই স্পষ্টভাবে বলছে—এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কাজেই এই দেশকে ধনসম্পদের লুটেরাদের হাত থেকে মুক্ত করে নতুন ক্ষমতা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

তিনি বলেন,
“নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে, মানে নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে। আজ আমরা জাতীয় সংকটকাল পার করছি। পাশের দেশসহ বহিঃশক্তি এখনো পতিত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছে।”

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন,
“সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই কার্যকর করতে পারেনি। যার ফলে মিডফোর্ডের সামনে প্রকাশ্য দিবালোকে নারকীয় হত্যাকাণ্ড ঘটে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্বনির্ধারিত সমাবেশে হামলায় চারজন নিহত হন—এটা রাষ্ট্রের চরম ব্যর্থতা।”

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন:
নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন,
নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা,সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স