ঢাকা | বঙ্গাব্দ

প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন প্রতিনিধি,

হাতিরঝিলে চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হলো ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় দুটি চলচ্চিত্র—
🔸 হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই
🔸 ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ
—যেগুলোতে ফুটে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা, আত্মত্যাগ ও প্রতিবাদী ভূমিকা।

এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’, যেখানে কণ্ঠে ছিলেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ড দল ‘র‍্যাপার কালেক্টিভ’ ও ‘আর্টসেল’। তাদের পরিবেশনায় হাতিরঝিলের আকাশে যেন ফিরে এলো সেই আন্দোলনের আবেগ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করছিলেন জুলাই গণঅভ্যুত্থান ও তার প্রেক্ষাপটভিত্তিক এক মনোমুগ্ধকর ড্রোন শো, যেখানে প্রযুক্তির আলোয় ভেসে উঠছিল ২০২৪ সালের আন্দোলনের প্রতীক ও মুহূর্তগুলো।

এই আয়োজনটি শুধু বিনোদনই নয়, বরং স্মরণ, প্রতিজ্ঞা ও প্রেরণার এক মঞ্চ হয়ে উঠেছে তরুণ প্রজন্মের জন্য।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স