ঢাকা | বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশ শুরু, সাত দফা দাবি উত্থাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক,
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার কিছু পর আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সমাবেশে মূল বক্তব্য প্রদান করবেন।

দলটি জানিয়েছে, এ সমাবেশ থেকে তারা সাত দফা দাবি জানাবে। দাবিগুলোর মধ্যে রয়েছে— সংবিধানে সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতি অন্তর্ভুক্ত করা, জুলাই গণহত্যার বিচার, এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে দেখা যায় জামায়াতের নেতাকর্মীদের। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে মঞ্চের সামনে প্রায় ৬০০ আসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত আসনের বিশেষ ব্যবস্থা রেখেছে দলটি।



নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স