নিজস্ব প্রতিবেদক,
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়ে প্রায় এক লাখ শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২১ হাজারের বেশি বেড়েছে।
🔎 আবেদন বেড়েছে ৩০ শতাংশের বেশি।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,
👉 ২০২৫ সালে ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।
👉 ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭১ হাজার ৩৪ জন।
📈 ফলে এক বছরে আবেদন বেড়েছে ২১ হাজার ৮২৯ জন, যা ৩০.7% বৃদ্ধি।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে,
“খাতা পুনর্মূল্যায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সংশোধিত ফল প্রকাশ করা হবে।”
বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
“প্রতিটি বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ায় খাতা যাচাই হচ্ছে। সময়মতো ফল প্রকাশে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:
বিষয় আবেদনকারীর সংখ্যা গণিত (১০৯ কোড) ৪২,৯৩৬ জন, ইংরেজি ১ম ও ২য় পত্র ১৯,৬৮৮ জন। বাংলা ১ম ও ২য় পত্র ১৩,৫৫৮ জন, ইসলাম ও নৈতিক শিক্ষা ১৬,৭৯৮ জন,পদার্থবিজ্ঞান ১৬,২৩৩ জন, রসায়ন১৪,৪৭২ জন,
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৪,৫১৯ জন, জীববিজ্ঞান
১১,৭৮৪ জন, উচ্চতর গণিত ৯,৭৭৮ জন,বিজ্ঞান ৬,৯৪৯ জন, ফিন্যান্স ও ব্যাংকিং ৪,৪৫৭ জন,কৃষি শিক্ষা ৩,৭৭৫ জন,ভূগোল ও পরিবেশ ৩,১৫৪ জন, ব্যবসায় উদ্যোগ ২,৭৮৪ জন, হিসাববিজ্ঞান ২,৫৫২ জন,বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা১,৮৪৩ জন, পৌরনীতি ও নাগরিকতা ১,১৯৬ জন, হিন্দুধর্ম ১,৩১৮ জন, বৌদ্ধধর্ম
২৮ জন, খ্রিষ্টান ধর্ম ২৪ জন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭৯০ জন, গার্হস্থ্য বিজ্ঞান ৮৩৬ জন, চারু ও কারুকলা ৬ জন, অর্থনীতি ৯৪০ জন।
জুলাই ৩৬ নিউজ