ঐকমত্য কমিশনের তৃতীয় দফার বৈঠকে অংশগ্রহণ শেষে মিডিয়া ব্রিফিং
জুলাই৩৬ নিউজ ডেস্ক | ঢাকা | ২০ জুলাই ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার যৌক্তিকতা, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রক্রিয়া এবং জনপ্রশাসন সংস্কারের দাবিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান,
“তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রয়োজন সংসদীয় ভিত্তিতে কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা।”
তিনি বলেন, কমিশন যে প্রস্তাব তৈরি করেছে, তাতে সংসদের প্রধান দল, বিরোধী দল ও দ্বিতীয় বৃহত্তম দল থেকে মতামতের ভিত্তিতে ৭ সদস্যের একটি প্যানেল গঠনের প্রস্তাব এসেছে। সেই প্যানেল থেকে ৫ সদস্যকে বাছাই করে প্রধান উপদেষ্টা মনোনীত করা হতে পারে, যেখানে প্রয়োজন হলে র্যাংকড চয়েস ভোটিং প্রক্রিয়াও বিবেচনায় রাখা হয়েছে।
তবে একটি প্রস্তাবে বলা হয়েছে, সংসদের বাইরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করা হবে কি না—সেটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
🗣️ উপদেষ্টা নিয়োগ নিয়ে বিকল্প প্রস্তাব
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক প্রস্তাব করেন,
“প্রধান উপদেষ্টার অধীনে বাকি ১৫ জন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির মতামত নেয়া যেতে পারে, তবে তা বাধ্যতামূলক নয়।”
⛔‘জুলাই কোটা’ বাতিলের আহ্বান
ব্যারিস্টার ফুয়াদ বলেন,
“যেহেতু কোটা সংস্কারের দাবিতে একটি শক্তিশালী ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ ৫% কোটা অবমাননাকর ও বৈষম্যমূলক। এটি merit-based সমাজ বিনির্মাণের পথে বাধা।”
এবি পার্টি কমিশনে এই তথাকথিত ‘জুলাই কোটা’ নিয়ে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে।
🛃 পুলিশ ও জনপ্রশাসন সংস্কার নিয়ে জোর দাবি
এবি পার্টির মতে, জাতীয় রাজনৈতিক সংস্কারের অন্যতম পূর্বশর্ত হলো প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর। অথচ এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের আলোচনায় পুলিশ ও জনপ্রশাসন সংস্কার উল্লেখযোগ্যভাবে স্থান পায়নি।
“আমরা মনে করি, প্রশাসনিক সংস্কার নিয়ে অবিলম্বে কার্যকর আলোচনা শুরু হওয়া জরুরি,” — বলেন ব্যারিস্টার ফুয়াদ।
বৈঠকে উপস্থিত ছিলেন:
- ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া (যুগ্ম সাধারণ সম্পাদক)
- সাঈদ নোমান (সাংগঠনিক সম্পাদক, রাজশাহী)
- গাজী নাসির (সাংগঠনিক সম্পাদক, বরিশাল)
- সেলিম খান (সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর)
- আনোয়ার ফারুক (পাঠাগার ও গণশিক্ষা সম্পাদক)
জুলাই ৩৬ নিউজ