ঢাকা | বঙ্গাব্দ

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সদরপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার

জুলাই৩৬ নিউজ ডেস্ক | ফরিদপুর | ২০ জুলাই ২০২৫

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকালে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন:
“এই ইউনিয়ন থেকেই বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের ঢেউ ছড়িয়ে পড়বে গোটা ফরিদপুরে।”

🔸 সাংগঠনিক নেতৃবৃন্দের উপস্থিতি
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন:

  • কাজী বদিউজ্জামান বদু কাজী, আহ্বায়ক, সদরপুর উপজেলা বিএনপি
  • তরিকুল ইসলাম কবির মোল্লা, সদস্য সচিব, সদরপুর উপজেলা বিএনপি
  • গোলাম রাব্বানী, সাবেক সভাপতি, সদরপুর উপজেলা বিএনপি
এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

🔸 মাঠ পর্যায়ে ঐক্যের বার্তা
সভায় স্থানীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দলীয় ঐক্য, ও সরকারের বিরুদ্ধে গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান।

ইউনিয়ন পর্যায়ের এই ধরনের কর্মীসভাকে বিএনপির তৃণমূল সক্রিয়করণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স