ঢাকা | বঙ্গাব্দ

শহীদ মানিক মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইসলামী ছাত্রশিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ইসলামী ছাত্রশিবির ছবির ক্যাপশন: ইসলামী ছাত্রশিবির
ad728

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদকে শ্রদ্ধায় স্মরণ করল ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নেতৃবৃন্দ সম্প্রতি জুলাই অভ্যুত্থানের শহীদ মানিক মিয়া-এর কবর জিয়ারত করেছেন এবং তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, শহীদ মানিক মিয়া ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর মহানগরীর তাজহাট থানার দক্ষিণ পার্শ্বে, রংপুর হিমাগারের সামনে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন একজন সাহসী ছাত্রনেতা ও ন্যায়বোধসম্পন্ন প্রতিবাদকারী—যিনি গণআন্দোলনের অগ্রভাগে থেকে জীবন উৎসর্গ করেন।

শিবির নেতৃবৃন্দ তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং শহীদের ত্যাগের কথা স্মরণ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় শিবির নেতারা বলেন—
"শহীদ মানিক মিয়ার রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে সাম্য, ইনসাফ ও স্বাধীনতার সংগ্রামে দৃঢ় থাকব।"


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স