জুলাই৩৬ নিউজ | ২০ জুলাই ২০২৫ | ঢাকা,
বিশেষ প্রতিবেদন
সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপু (৪৯) কে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোর ৬টা নাগাদ ওয়ারীর টিকাটুলির হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্যামপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আবু আহম্মেদ ওরফে লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
হত্যা প্রচেষ্টার মামলা
সশস্ত্র মারামারির অভিযোগ
দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।
জুলাই ৩৬ নিউজ