ঢাকা | বঙ্গাব্দ

উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩০, শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা, ২১ জুলাই ২০২৫ | বিকাল ৪টা | জুলাই৩৬ নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৩০ জন দগ্ধ শিক্ষার্থী ও শিক্ষক ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

চিকিৎসাধীনদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি

ঘটনার পরপরই একে একে দগ্ধ শিক্ষার্থীদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান:

“উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এদের সবারই দগ্ধের মাত্রা গুরুতর, অবস্থা আশঙ্কাজনক।”

বিকাল ৪টায় বার্ন ইনস্টিটিউট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন একজন দগ্ধ ব্যক্তি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন।

চিকিৎসকরা জানান, এখনো একের পর এক দগ্ধ রোগী বার্ন ইউনিটে আনা হচ্ছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগে রীতিমতো চাপ বেড়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়া, চোখ ও মুখমণ্ডলে গভীর পোড়ার চিহ্ন নিয়ে অনেকেই সেখানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আগুন আর মানুষের চিৎকার।
একজন শিক্ষার্থীর মা বলেন:

“আমার মেয়ে এখন বার্ন ইউনিটে। ওর মুখ পুরে গেছে। আমি জানি না কী হবে।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স