জুলাই৩৬ নিউজ ডেস্ক | ২১ জুলাই ২০২৫ |
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি এবং বহু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ২২ জুলাই এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
একাধিক কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, "জাতীয় শোকের দিনে পরীক্ষা চলতে পারে না। সরকারের উচিত ছিল আজ রাতের মধ্যেই যথাযথ নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা। কিন্তু সরকার নির্লিপ্ত থেকে পরিস্থিতিকে আরও জটিল করেছে।"
এ ঘটনায় একাধিক শিক্ষার্থী দাবি করেছে— “আমরা ছোট্ট ভাই বোন হারিয়েছি, শিক্ষক হারিয়েছি, মনোবল হারিয়েছি। এই অবস্থায় পরীক্ষায় বসা সম্ভব নয়। আমরা বর্জন করছি।”
জানা গেছে, ঢাকা মহানগরীর অন্তত ৭টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ করবে না। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও একই রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। কিছু স্থানে পরীক্ষার্থীরা কেন্দ্রে এলেও একাত্মতা প্রকাশ করে।
ছাত্র প্রতিনিধিদের আহ্বান:
ছাত্রনেতা জুবায়ের হাসান বলেন, "এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। রাষ্ট্র যদি মানুষের শোককে সম্মান না দেয়, তাহলে সেই রাষ্ট্রের নৈতিকতা নিয়ে প্রশ্ন থাকবে।"
সরকারি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ:
এ বিষয়ে অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চারা মানসিকভাবে বিধ্বস্ত। পরীক্ষা স্থগিত করলে কি রাষ্ট্রের কিছু ক্ষতি হতো?”
জুলাই ৩৬ নিউজ