জুলাই৩৬ নিউজ রিপোর্ট। সোমবার, ২১ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফেনীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ফেনী সফরের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন—
“এই ভয়াবহ দুর্ঘটনা পুরো জাতিকে গভীর শোকের মাঝে নিমজ্জিত করেছে। আমরা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা এই মানবিক আয়োজনে একাত্মতা প্রকাশ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
জুলাই৩৬ নিউজ পরিবার নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে।
জুলাই ৩৬ নিউজ