জুলাই৩৬ নিউজ ডেস্ক,
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় সারা দেশে একযোগে দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বাদ আসর দেশের সকল মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়—মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করতে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বানে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন এক বিবৃতিতে বলেন—
“এই মর্মান্তিক দুর্ঘটনায় সারা জাতি শোকাহত। আমরা চিরকাল এসব নিষ্পাপ শিক্ষার্থীদের কথা মনে রাখবো। আজকের এই দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান জানাই।”
তিনি দলের সারাদেশের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় উপস্থিত থেকে আয়োজন সফল করার অনুরোধ জানিয়েছেন।
জুলাই ৩৬ নিউজ