জুলাই৩৬ নিউজ | মৌলভীবাজার, ২২ জুলাই
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা শাখা।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর জেলা শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উপস্থিত ছিলেন যারা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আলা উদ্দীন শাহ, আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশীদ, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলার আমির মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় মুসল্লিগণ।
জেলা আমিরের বক্তব্য:
দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন,
“উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমরা যে হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তা আমাদের জাতিগতভাবে গভীর শোক ও আত্মবিশ্লেষণের দিকে আহ্বান জানায়। আল্লাহ নিহতদের রুহের মাগফিরাত করুন এবং আহতদের সুস্থতা দিন। পরিবার-স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দিন।”
দোয়া পরিচালনা করেন:
দোয়া পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।
জুলাই ৩৬ নিউজ